নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-স্বাস্থ্য,শিক্ষা, শিল্প, সংস্কৃতির মোড়কে সম্পূর্ণ নতুন ভাবনায় শুরু হলো “শ্রীরামপুর বেতারবানী”।৭৫ তম স্বাধীনতা দিবসের সকালে নতুন এই ইউটিউব চ্যানেলটি যাত্রা শুরু হল এক ঝাঁক কলাকুশলীদের উপস্থাপনায়। একইসাথে চ্যানেলটি তাদের নিজস্ব ফেসবুক পেজে সম্প্রচারিত হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের দেখা যাবে এই চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে। চ্যানেলটির অন্যতম উদ্যোক্তা শ্রীরামপুরের বিশিষ্ট চিকিৎসক প্রদীপ কুমার দাস জানান শ্রীরামপুরের ঐতিহ্য, সংস্কৃতি, বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য, মনীষীদের বার্তা সহ বিভিন্ন অনুষ্ঠান তুলে ধরায় এই চ্যানেলের মূল উদ্দেশ্য। আগামীদিনে মানুষের চাহিদা মত বিভিন্ন স্বাদের অনুষ্ঠান সম্পচার করা হবে। অত্যাধুনিক প্রযুক্তির যুগে বর্তমানে বেতারের স্মৃতি কিছুটা ঐতিহ্য হারালেও শ্রীরামপুর বেতারবানী ফিরিয়ে আনুক সেই ঐতিহ্য সেটাই আবেদন শ্রীরামপুরবাসীর।
Views: 480
অসাধারণ হয়েছে। আমি গর্বিত এই কারনে যে, এই শ্রীরামপুর বেতারবানী র আমিও একজন কর্মী