নিজস্ব প্রতিনিধি,হুগলি-পুলিশের গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ।মৃতএক, আহত তিন। মঙ্গলবার বিকেলে হুগলির দাদপুর থানার মহেশ্বরপুর মোড়ে দূর্গাপুর হাইওয়ের উপরের ঘটনাl টনাস্থলেই মৃত্যু পুলিশের গাড়ির চালক ভাস্কর সাঁতরার। ঘটনায় ১ সাব ইন্সপেক্টর সহ মোট ৩ পুলিশ কর্মী গুরুতর জখম।আহতরা ডানকুনির একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায় হুগলির দাদপুর থানার মহেশ্বরপুর মোড়ে কোলকাতামুখী দূর্গাপুর হাইওয়েতে টহলরত পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিলো। গাড়ির ভিতরেই ছিলো চালক ভাস্কর সাঁতরা। গাড়ির সামনেই ডিউটি করছিলো পুলিশ কর্মীরা। বিকেল ৪টে নাগাদ হঠাৎ করেই পিছন দিক থেকে একটি ডাম্পার এসে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারে। পুলিশের গাড়িটি সামনে দিকে এগিয়ে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি লরির সাথে সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশের গাড়ির চালকের।এই ঘটনায় ঘাতক ডাম্পার সহ তাঁর চালককে আটক করেছে পুলিশ।
Views: 948