সংবাদদাতা- কেন্দ্রীয় মন্ত্রীসভায় স্থান পেল বাংলার চার মন্ত্রী। বুধবার সন্ধ্যায় রদবদল হল কেন্দ্রীয় মন্ত্রীসভার।এই শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নিলেন ৪৩ জন মন্ত্রী। এই রদবদলের ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সংখ্যা হল ৭৭ জন।মোদি সরকারের এই মন্ত্রীসভায় বাংলা থেকে স্থান পেলেন ৪ জন, যারা প্রথমবার সাংসদ হয়েই মন্ত্রী হলেন। বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক এবং আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা ।একইসাথে ২০১৯ এর লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বাংলা থেকে মন্ত্রী হওয়া দুই প্রতিমন্ত্রী আসানসোলের বাবুল সুপ্রিয় এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়েছেন।যদিও মন্ত্রীসভা থেকে উল্লেখযোগ্য ভাবে পদত্যাগ করেছেন কয়েকজন হেভিওয়েট মন্ত্রী, সেই তালিকায় রয়েছেন হর্ষ বর্ধন,রবিশঙ্কর প্রসাদ,প্রকাশ জাভড়েকর,রমেশ পোখরিয়াল,সদানন্দ গৌরার মত মন্ত্রীরা। স্বাভাবিকভাবেই বাংলা থেকে ২ এর পরিবর্তে ৪ মন্ত্রী জায়গা পাওয়ায় গুরুত্ব বাড়লো বাংলার।
Views: 307