সংবাদদাতা-বিশ্ব পর্যটন মানচিত্রে বাংলাকে তুলে ধরার লক্ষ্যে বাংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্রগুলিকে সাজানোর কাজ শুরু করেছে পশিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ, এবার সেই কর্মসূচিতে সমুদ্র সৈকত দীঘাকে বাড়তি গুরত্ব দেওয়া হচ্ছে। একইসাথে দীঘাকে আরো আকর্ষনীয় করে তুলতে রবিবার রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘুরে দেখলেন দীঘালী পর্যটক আবাস।পর্যটকদের জন্য তৈরি হওয়া এই আবাস যাতে আগামী মাসের মধ্যেই পর্যটকদের জন্যে খুলে দেওয়া যায় তারই ব্যবস্থা করলেন ।একইসাথে দীঘার অনতিদূরে নতুন পর্যটন স্থল নৈকালি ঘুরে দেখে তিনি জানালেন পর্যটন দপ্তর সেখানে ২টি ভাসমান হাউসবোট ও ১ টি ভাসমান রেস্তোরাঁ রাখছেন।যাতে দীঘা থেকে পর্যটকরা নৈকালী মন্দিরে পূজো দিয়ে ভাসমান হাউসবোটে রাত্রিযাপন করতে পারেন।পাশাপাশি দীঘা, মন্দারমনি ও তাজপুর হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি বলেন এই এলাকা গুলির উন্নয়ন জন্যে প্রস্তাব দিতে এবং তার সমস্যা সমাধানে পাশে থাকবে পর্যটন দপ্তর। একইসাথে শংকরপুরে একটি নতুন পর্যটক আবাস তৈরির জন্যে সচেষ্ট হবেন। স্বাভাবিক ভাবেই দীঘাকে কেন্দ্র করে সরকারের নতুন নতুন পরিকল্পনার খুশি স্থানীয়রা।
Views: 252