নিজস্ব প্রতিনিধি,বৈদ্যবাটি- কোভিড পরিস্থিতির কারণে বর্তমানে বিপন্ন বহু সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে থাকার জন্য বৈদ্যবাটি পুরসভার উদ্যোগে শুরু হলো “মা ক্যান্টিন”। রবিবার বৈদ্যবাটি পুরসভার ভবনে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মূলত ৫ টাকার কুপনের বিনিময় অসহায় মানুষ এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকালের দিকে পুরসভার এই ক্যান্টিন থেকে কুপন সংগ্রহ করতে হবে এবং তারপর দুপুরের নির্দিষ্ট সময় তুলে দেওয়া হবে খাবার। আপাতত প্রতিদিন আড়াইশো মানুষের জন্য এই খাবারের ব্যবস্থা করেছে পুরসভা কর্তৃপক্ষ, চাহিদা অনুযায়ী বাড়বে সেই সংখ্যা। একই সাথে কোভিডে আক্রান্ত পরিবারদের পাশে থাকতে তাদের বাড়িতে রান্না করা খাবার পাঠানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সরকারের বিভিন্ন কর্মসূচীর মধ্যে অন্যতম এই প্রকল্প, বৈদ্যবাটি পুরসভার এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। চাঁপদানির বিধায়ক তথা বৈদ্যবাটি পুরসভার পুরপ্রশাসক অরিন্দম গুঁইন জানান মুখ্যমন্ত্রীর ইচ্ছামতোই তাদের এই প্রকল্পের শুরু। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ এই প্রকল্প থেকে উপকৃত হলে তাদের প্রচেষ্টা সার্থক হবে। পুরসভার এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
Views: 1790