নিজস্ব প্রতিনিধি, রিষড়া- ১৯৫২ সালে ২রা জানুয়ারি স্বামী প্রেমঘনানন্দ মহারাজের হাত ধরে শুরু হয়েছিল এই আশ্রমের যাত্রা, যা পরবর্তীকালে স্বামী সোমানন্দ মহারাজ এবং স্বামী শিব রামানন্দ মহারাজ এই প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে চলেন নিজস্ব পরিকল্পনায়।সেই মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় সমূহ ৭৫ তম বর্ষে পদার্পণ করলো।

এই উপলক্ষে সম্প্রতি আশ্রম প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হলো সারা বছরের কর্মসূচি। যে অনুষ্ঠানের সূচনা করেন বেলুড় শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের বিএড কলেজের উপাধ্যক্ষ স্বামী সত্বতানন্দ মহারাজ।

আশ্রম কর্তৃপক্ষের উপস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ৭৫ তম বর্ষের লোগো উন্মোচন হয়, একইসাথে ৭৫ এ আশ্রম সমূহের স্মরণীয় স্মৃতি কথা তুলে ধরেন বিশিষ্টরা। এদিনের অনুষ্ঠানে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের শিক্ষক সুমন চক্রবর্তী তুলে ধরেন আশ্রম সমূহের ৭৫ এর ইতিহাসের বেশ কয়েকটি অংশ।

মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় সমূহের সম্পাদক স্বামী শিবেশানন্দ মহারাজ বলেন স্বামী প্রেমঘনানন্দ মহারাজের তৈরি এই প্রতিষ্ঠান সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় আমাদের লক্ষ্য। ৭৫ এর পদার্পণের এই উৎসব সারা বছর ধরে পালিত হবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে।স্বাভাবিকভাবেই এদিনের অনুষ্ঠানের সূচনায় খুশি শিক্ষক ছাত্র এবং অভিভাবকেরা।
ছবি- সৌজন্যে

Views: 6
