নিজস্ব প্রতিনিধি,কোন্নগর-চিকিৎসা পরিষেবায় নতুন দিশা কোন্নগর মাতৃসদন হাসপাতালে। শুরু হলো মেডিক্লেম বা ক্যাশলেস পরিষেবার। মঙ্গলবার যে পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন কুমার দাস। যে অনুষ্ঠানে পুরসদস্য মোনালিসা নাগ সহ উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টরা। মূলত গত কয়েক বছরে চিকিৎসা পরিষেবায় এই হাসপাতাল বিভিন্ন পরিষেবার পাশাপাশি সিটি স্ক্যান, আই সি সি ইউ ইউনিট, অত্যাধুনিক ফেকো মেশিন দ্বারা চক্ষু অপারেশনের ব্যবস্থার পাশাপাশি সাধারণ বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে তুলনামূলক অনেক কম খরচে।

এবার এই মেডিক্লেম বা ক্যাশলেস পরিষেবার সূচনায় সুবিধা হবে সাধারণ মানুষের অর্থাৎ নতুন এই পরিষেবার মাধ্যমে রোগীরা হাসপাতালে ভর্তি বা চিকিৎসার সময় সরাসরি ক্যাশলেসের মাধ্যমে চিকিৎসার সুবিধা পাবেন। অর্থাৎ চিকিৎসার সময় কোন নগদ অর্থ প্রদান করতে হবে না। কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস জানান এই সুবিধার ফলে সাধারণ মানুষ চিকিৎসা ক্ষেত্রে অনেকটা স্বস্তি পাবে কারণ হঠাৎ অসুস্থ হলে মানুষকে আর চিন্তা করতে হবে না, যা পুরবাসীদের পাশাপাশি এই হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের অনেকটা সুবিধা হবে। এটি নাগরিক স্বাস্থ্যসুরক্ষার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”।

পুরসদস্য মোনালিসা নাগ জানান “মাতৃসদনে এই পরিষেবা চালু হওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। স্বাভাবিকভাবেই পুরসভার এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।

Views: 4