নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-এটিএম এ টাকা ভরা জালিয়াতির সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ৫ l উদ্ধার এক কোটির বেশি টাকা l ঘটনায় যুক্ত এক কলকাতার আইনজীবী l অভিযোগ গত ৫ মে শ্রীরামপুর থানায় এ টি এমে টাকা ভরার দ্বায়িত্বে থাকা এক এজেন্সির পক্ষ থেকে এফ আই আর করা হয় যে গত ২ রা মে এটিএমে তাদের কর্মচারী শ্রীরামপুর এস বি আই ধোবিঘাট ব্রাঞ্চের এটিএমে টাকা না ঢুকিয়ে ১ কোটি ২৯ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, এর পরই শ্রীরামপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নামেl
এরপরই পুলিশ শ্রীরামপুর ও রিষড়া থেকে সান্টু দত্ত, সঞ্জীত সরকার, সঞ্জীত পাত্র ও দীপঙ্কর মোদক কে গ্রেফতার করে ও কলকাতার এক আইনজীবী শিব শঙ্কর ঠাকুরকে সোনারপুর থেকে গ্রেফতার করে। ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।রবিবার এক সাংবাদিক সম্মেলনে চন্দননগর কমিশনারেটের ডিসিপি, শ্রীরামপুর ডাঃ অরবিন্দ আনন্দ জানান এদের থেকে এখনো পর্যন্ত ১ কোটি ১২ লক্ষ ৩৪ হাজার ৮০০ টাকা পাওয়া গিয়েছে। বাকি টাকার খোঁজ চলছে l ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
Views: 34