নিজস্ব প্রতিনিধি,রিষড়া-বাংলা জুড়েই বাড়ছে বাতাসের উত্তাপ, তেমনই বাড়ছে রাজনৈতিক উত্তাপl কারণ বাঙালির বারো মাসে তেরো পার্বনের মতই ফের আসতে চলেছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মে কিংবা জুন মাসের শুরুতে হতে চলেছে রাজ্যের এই নির্বাচন। তাই সারা বাংলার মত তৎপর হুগলি। তারই ব্যস্ততায় তৃণমূলের শ্রীরামপুর সাংঠনিক।তাই দলের নির্দেশে এই সাংঠনিকের, উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ঘোষিত হল নতুন কমিটি। সোমবার সন্ধ্যায় রিষড়ার পঞ্চাননতলায় এক সাংবাদিক সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করলেন এই ব্লকের সভাপতি নিখিল চক্রবর্তী। উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের ছটি অঞ্চলের নবীন এবং প্রবীন মিলিয়ে প্রায় ৪৯ জন তৃণমূল কর্মী স্থান পেয়েছেন এই ব্লক কমিটিতে।
নিখিল বাবু জানান আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির নির্দেশে ব্লক স্তর থেকে জেলা কমিটির রাজ্য কমিটি গুলি তৈরি হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিকরা মানুষের স্বার্থে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ।দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের জন কল্যাণমূলক উন্নয়ন গুলির সুবিধা সকলের কাছে পৌঁছে দিতে কাজ করে চলেছে তৃনমূল কর্মীরা। আগামী পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রাম বাংলার মসনদে আবার বসাবে।এদিনের এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন দলের গুরুত্বপূর্ণ পদাধিকারিরা।
Views: 40