নিজস্ব প্রতিনিধি,বৈদ্যবাটি- তীব্র গরম, তারই মাঝে পানীয় জলের সমস্যা । সেই সমস্যা দূর করতে অভিনব উদ্যোগ নিল বৈদ্যবাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ড l অলিগলিতেও জল পৌঁছাতে নববর্ষের দিনে সূচনা হলো তিনটি হাতে টানা জল বাহিত গাড়ি l একই সাথে এই ওয়ার্ডেই সূচনা হলো একটি পাম্প হাউসের। যার সূচনা করেন বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো l এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপারিষদ সুবীর ঘোষ, সমর বাগচী, পুরসদস্য প্রবীর পাল, স্থানীয় পুরসদস্য হরিদাস পাল সহ বিশিষ্টরা।
মূলত বৈদ্যবাটির ২০ নম্বর ওয়ার্ডের চারাবাগান এলাকায় মানুষের জনবসতি অনুযায়ী রাস্তাঘাটের সংস্কার হলেও পর্যাপ্ত হয়নি পানীয় জলের পরিষেবা, ফলে পুরসভা থেকে বড় বড় জলের গাড়ি পাঠিয়ে তা সমাধান করতে হয় কিন্তু সেই গাড়ি অনেক ছোট গলিতে ঢুকতে না পারায় তৈরি হয় সমস্যা।এবং তা সমাধানে বিশেষ এই উদ্যোগ। স্থানীয় কাউন্সিলার হরিপদ পাল জানান স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ী আগেই পর্যাপ্ত আলো, রাস্তাঘাট,এম্বুলেন্স পরিষেবা চালু হয়েছে। এবার এই ব্যবস্থায় সকলের কাছে জল পৌছাতে আরো সুবিধা হবে l
পুরপারিষদ সুবীর ঘোষ জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই অধিকাংশ বাড়িতেই পানীয় জল পৌঁছেছে কিন্তু কিছু এলাকায় গরমের সময় তৈরি হওয়া সমস্যা সমাধানে ,প্রায় ১২ লক্ষ টাকা খরচে এই পাম্প হাউস চালু করা হল, ফলে কেবলমাত্র এই ওয়ার্ড নয়, উপকৃত হবেন পার্শ্ববর্তী বেশ কয়েকটি ওয়ার্ড l
পুরপ্রধান পিন্টু মাহাতো জানান আম্রুত প্রকল্পের অধীনে ইতিমধ্যেই পুরএলাকায় পাইপলাইন বসানোর প্রক্রিয়ার কাজ চলছে, যা শেষ হলে জলের সমস্যা দূর হবে। স্বাভাবিকভাবেই জল পৌঁছানোর এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
Views: 49