নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- মাঝেমধ্যেই হৈচৈ,ফের অধ্যক্ষের শাসানিতে সাময়িক নিয়ন্ত্রণ হলেও ফের শাসকবিরোধী তর্কযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে ভবন। দিল্লির সাংসদ ভবনের এই দৃশ্য টিভির পর্দায় আমরা দেখে থাকলেও, যদিও এই দৃশ্য দিল্লির সাংসদ ভবনের নয়,এই ছবি শ্রীরামপুরের সংসদ ভবনের। মূলত রাজ্য সরকারের উদ্যোগে এবং শ্রীরামপুর পুরসভার ব্যবস্থাপনায় বুধবার শ্রীরামপুর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো “যুব সংসদ তাৎক্ষণিক বক্তৃতা ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা”। দিল্লির লোকসভার অধিবেশন কক্ষের ভেতরে হওয়া প্রশ্নোত্তর পর্বের অনুকরণে হল এই প্রতিযোগিতা। শ্রীরামপুরের সাতটি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। লোকসভার কক্ষে যেমন শাসক, বিরোধী দলের সাংসদরা থাকেন একই সাথে লোকসভার অধ্যক্ষ কিংবা মার্শাল সবই ছিল এই অস্থায়ী সাংসদ ভবনে।
যে ভবনে রীতিমতো শাসক বিরোধীদের তর্কবিতর্ক যেমন চলেছে ,তেমনিই দেখা গেছে অধ্যক্ষের ভূমিকা। শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা জানান ভবিষ্যতের রাজনীতিবিদ তৈরি করার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সংসদের ভূমিকা উঠে আসবে এই ধরনের মক পার্লামেন্ট থেকে, যা আগামী দিনের ছাত্র- ছাত্রীরা উপকৃত হবেন। শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আই ভি সরকার জানান গণতন্ত্রে সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কুলস্তর থেকে ছাত্র-ছাত্রীরা এই ধরনের বিষয়ে আগ্রহ হলে ভবিষ্যতে অনেক ক্ষেত্রে উপকার হবে।
ছাত্রী শ্রেয়সী রুদ্র জানান এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে, ভবিষ্যতের রাজনীতিবিদদের এই ধরনের মক পার্লামেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এদিনের অনুষ্ঠানে পুরপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন পুর পারিষদ তিয়াসা মুখার্জী, পুরসদস্য শর্মিষ্ঠা দাস, পুরসভার প্রধান আধিকারিক উৎপল ব্যানার্জি সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা l এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্টরা। যে মক পার্লামেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের ভূমিকার বিচার করেন মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রাক্তন প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর মণ্ডল।
Views: 28