নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-নীল আকাশে পেঁজা তুলোর মধ্যেই মাঝেমধ্যে বৃষ্টি জানান দিচ্ছে মা আসছেন,যদিও রবিবার সকাল থেকেই শ্রীরামপুরে শুরু হল দুর্গা পুজোর আবহ।কারন কলকাতার দুর্গা পুজোকে ইউনেস্কো-র হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে আয়োজিত হল এক বর্নাঢ্য শোভাযাত্রা। যে উৎসবে সামিল হল শ্রীরামপুরের বাসিন্দারা।
শ্রীরামপুর পুরসভার উদ্যোগে মাহেশের স্নানপিড়ি ময়দান থেকে শুরু হওয়া এক পদযাত্রা জি টি রোড ধরে শ্রীরামপুরের বিভিন্ন প্রান্তকে ছুঁয়ে শেষ হয় শ্রীরামপুরের কোর্ট প্রাঙ্গণে। ঢাক, কাঁসরের শব্দের সাথে মহিলাদের উলুধ্বনি কিংবা দেবী দুর্গার মূর্তি সহযোগে পদযাত্রায়সামিল হয় শ্রীরামপুরের বিভিন্ন পুজো উদ্যোক্তারা।
এই রঙিন পদযাত্রায় সামিল হয়েছিলেন বিরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়,পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার,চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন,শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা সহ সমাজের বিশিষ্টরাl পদযাত্রা শেষে শ্রীরামপুর কোর্ট প্রাঙ্গণ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় এদিনের অনুষ্ঠান।
শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা জানান বাংলার দুর্গা পুজো বিশ্বের দরবারে স্বীকৃতি পাওয়ায় আমরা খুশি, বিশেষ করে এই ধরনের পদযাত্রার মধ্যে দিয়ে দুর্গাপুজোর শুরুর আলাদা অনুভূতি, চেষ্টা করব প্রতিবছর এই ধরনের অনুষ্ঠানে সামিল হতে। স্বাভাবিকভাবেই এদিনের পদযাত্রা দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন অগণিত বাসিন্দারা। পুরসভার এই উদ্যোগে খুশি শ্রীরামপুরবাসী।
Views: 26