নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-মোবাইল,ল্যাপটপের যুগে কাজের গতি যেমন বাড়ছে তেমনই বাড়ছে সাইবার অপরাধ, যার ফলে ক্ষতি হচ্ছে ছাত্র ছাত্র ছাত্রীদের। তাদের পাশে থাকতে চন্দননগর পুলিশ কমিশনারেট এবং শ্রীরামপুর গার্লস কলেজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। সোমবার শ্রীরামপুর গার্লস কলেজে আয়োজিত এই সভায় সাইবার অপরাধ থেকে কিভাবে ছাত্রীরা নিরাপদে থাকবে তার দিশা দেখানোর পাশাপাশি উঠে আসে সমাজ সংস্কারে ছাত্র সমাজ কে এগিয়ে আসার বার্তা, বিশেষ করে এই সমাজের যে সমস্ত বয়স্ক মানুষ জন আছেন সেই সব মানুষদের বিপদে এবং দরকারে তাদের সাহায্য করার সাথেই বর্তমান সমাজে ঘটে চলা বিভিন্ন অন্যায় ও অসামাজিক কাজকর্ম গুলির প্রতিরোধের জন্য পুলিশের সাথে সহযোগিতা করার।পুলিশের আশ্বাস এ ব্যাপারে সম্পূর্ণ পরিচয় গোপন রেখে তার প্রতিকারের ব্যাবস্থা করবে। এদিনের আলোচনা সভায় চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি ডাঃ অরবিন্দ আনন্দ স্লাইড শো এর মাধম্যে তুলে ধরেন সুন্দর সমাজ গঠনের বার্তা। শ্রীরামপুর গার্লস কলেজের অধ্যক্ষ সোমা রায় জানান ছাত্রীদের সচেতনতায় ইতিমধ্যেই তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে একইসাথে এদিনের আলোচনায় ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়বে। শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায় এই ধরনের অনুষ্ঠানের প্রশংসা করেন একইসাথে তিনি জানান আগামীদিনে অনান্য কলেজেও এই ধরনের আলোচনা সভা হবে। এদিনের অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি-২ শুভতোষ সরকার, শ্রীরামপুরের পুর প্রশাসক গৌর মোহন দে, উপ প্রশাসক উত্তম নাগ,শ্রীরামপুর থানার আই সি দিবেন্দু দাস সহ বিশিষ্টরা।
Views: 292