নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-হাতেগোনা আর কয়েকটা দিন,তারপরেই ঢাকের শব্দে দেবী দুর্গার আরাধনায় মেতে উঠবে সারা বাংলা। তাই শেষ মুহূর্তের কেনাকাটায় জমজমাট শ্রীরামপুরের পুজোর বাজার। এবারের পুজোর ফ্যাশানে শাড়ির বিভিন্ন ধরনের চাহিদা থাকলেও সরকারি বিভিন্ন প্রকল্পের আঙ্গিকে তৈরি শাড়ি বাড়তি নজর কাড়ছে ক্রেতাদের। শ্রীরামপুরের বি পি দে স্ট্রিটের “সত্যম বুটিক” শাড়িতে এনেছে এই অভিনবত্ব যার কোন শাড়ি লক্ষীর ভান্ডার, কোনোটা কন্যাশ্রী আবার কোন শাড়ি রূপশ্রী কিংবা স্বাস্থ্য সাথীর মত সরকারি বিভিন্ন প্রকল্পের ছবি উঠে এসেছে। গত কয়েক মাস ধরে তাঁদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি এই শাড়ি ইতিমধ্যেই সাড়া ফেলেছে শ্রীরামপুরে। সত্যম বুটিকের এক কর্মী শুভাশিস দে জানান গতবছর করোনার আঙ্গিকে তৈরি শাড়ি বাজারে যথেষ্ট প্রভাব ফেলেছিল, সেই ভাবনায় এবারে তৈরি হয়েছে সরকারের বিভিন্ন প্রকল্পের আঙ্গিকে শাড়ি, যা ইতিমধ্যেই বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে।যদিও শুধু শাড়ি নয়, তাদের তৈরি সালোয়ার কিংবা মাস্কের যথেষ্ট চাহিদা রয়েছে একইসাথে পুজোর গিফট হিসাবে শাড়ি কিনলে বিনামূল্যে দেয়া হচ্ছে মাস্ক। সত্যম বুটিকের কর্ণধার তথা বৈদ্যবাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ জানান মুখ্যমন্ত্রীর ভাবনায় সরকারি প্রকল্পগুলি বাংলা জুড়ে যথেষ্ট সাড়া পেয়েছে তাই সেই প্রকল্পের জনপ্রিয়তা মানুষের কাছে পৌছে দিতে শাড়ির মাধ্যমে এই ভাবনা । এই প্রতিষ্ঠানে আসা ক্রেতা পিয়ালী চক্রবর্তী জানান পুজোয় কয়েকটা শাড়ি নিলেও পুজোয় এই ধরনের একটা শাড়ি সকলের কাছে নিঃসন্দেহে চমক থাকবে। স্বাভাবিকভাবেই দুয়ারে সরকার এখন পুজোতেও।
Views: 197