নিজস্ব প্রতিনিধি,রিষড়া-বাড়ি হোক সকলের,এই লক্ষ্যে বৃহস্পতিবার “বাংলার বাড়ি স্বপ্নের দিশারী” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো রিষড়া পুরসভার ডাঃ নারায়ণ চন্দ্র ব্যানার্জি সভা কক্ষে। বাংলার বাড়ি প্রকল্পের যে সমস্ত উপভোক্তার বাড়ি পেয়েছেন বা আবেদন করেছেন সেই সমস্ত মানুষদের নিয়ে আলোচনা চক্রে বিস্তারিতভাবে আলোচনা হয়। এ প্রসঙ্গে বলতে গিয়ে রিষড়া পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র জানান বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের মধ্যে অনেকটাই এগিয়ে আছে রিষড়া পুরসভা। ইতিমধ্যেই প্রায় ২ হাজার পুর বাসীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। রাজ্য সরকারের ও পুরসভার যৌথ প্রচেষ্টায় এই প্রকল্পের কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রী স্বপ্ন, এ রাজ্যের কোন মানুষ খোলা আকাশের নিচে না বাস করেন। সেই স্বপ্ন কে সফল করতে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে এই প্রকল্প। এদিনের এই আলোচনা চক্রে অংশগ্রহণকারী উপভোক্তারা খুশি তাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য। এদিনের অনুষ্ঠানে পুরপ্রশাসক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ পুর প্রশাসক জাহিদ হাসান খান,প্রশাসক মন্ডলীর সদস্যরা এবং কো-অর্ডিনেটররা।
Views: 133