নিজস্ব প্রতিনিধি, রিষড়া-প্রয়াত হলেন রিষড়া পুরসভার কাউন্সিলর এবং প্রাক্তন পুর পারিষদ চন্দ্রমণি সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।মঙ্গলবার দুপুরে কলকাতার পিজি হাসপাতালে তার মৃত্যু হয়। রিষড়া এলাকার অত্যন্ত জনপ্রিয় তৃণমূল কংগ্রেসের এই নেতা, ১৯৯৫ সালে কংগ্রেস প্রার্থী হিসেবে রিষড়া ১৯ নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেন ।পরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করে পূর্ত দপ্তরের পুর পারিষদ হয়ে তিনি দক্ষতার সঙ্গে কাজ করেনl তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিষড়া পুরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র সহ অন্যান্য কাউন্সিলর গণ। বিজয়বাবু বলেন জনপ্রিয় এই নেতার প্রয়াণে পুরসভায় একটা শূন্যতা সৃষ্টি হল আমরা প্রায় এক সঙ্গেই রাজনীতি শুরু করেছিলাম। মানুষের সুখ দুঃখে সব সময় তিনি পাশে থাকতেন ।এদিন দুপুরে তার মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয় মানুষ হিসেবেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন চন্দ্রমণি সিং।
Views: 302