নিজস্ব প্রতিনিধি শ্রীরামপুর- কোভিড পরিস্থিতিতে গৃহবন্দী দশা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলা কিন্তু প্রায় দেড় বছর সময় কাল ধরে ছাত্র-ছাত্রীরা কার্যত মোবাইল বন্দী জীবন কাটিয়ে ক্লান্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে জীবনের স্বাভাবিক ছন্দ ফেরাতে শ্রীরামপুরের “ইকল্যাট সুইমিং ক্লাব”এ ফের চালু হলো “ডার্ট” প্রশিক্ষণ। রবিবার যার আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুর পুরসভার প্রশাসক গৌরমোহন দে। “ডার্ট” হল দেওয়াল ঘড়ির মতো দেখতে একটি গোলাকার বলয়, যার মধ্যে কয়েকটি স্তর থাকে এবং ঘড়ির মতোই থাকে বেশ কয়েকটি সংখ্যা। তীরন্দাজিরা যেমন লক্ষ্যভেদ করার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করে নির্দিষ্ট লক্ষ্যে এবং সেই মতই সংগ্রহ হয় পয়েন্ট তেমনিই “ডার্ট”এ থাকা গোল বলয়ে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে ছোড়া হয় তীর, যা দেখতে অনেকটা পেনের মতো এবং যার মুখে থাকে ধারালো পিন এবং যা হাত দিয়ে ছুড়ে নিক্ষেপ করতে হয় নির্দিষ্ট লক্ষ্যে। খেলাটি মূলত ইংল্যান্ডে শুরু হলেও বর্তমানে বহু দেশেই এই খেলাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, খেলাটি স্থান পেয়েছে বিশ্বকাপেও। বর্তমানে ভারতেও খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই খেলাটি। ইতিমধ্যেই রাজ্য স্তর থেকে জাতীয় স্তর এবং সেখান থেকেই আন্তর্জাতিক স্তরে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। যে খেলার উদ্দেশ্য হচ্ছে মানসিক একাগ্রতা বাড়ানোর পাশাপাশি শারীরিকভাবে সুস্থ থাকা।এই খেলার প্রশিক্ষক এলভিস জ্যাকসন ও সহকারী প্রশিক্ষক পরিতোষ দাস জানান ইতিমধ্যেই এই ক্লাবের প্রশিক্ষনে কয়েকজন ছাত্র ছাত্রী জাতীয় স্তরে সাফল্য পেয়েছে, আমরা চাই ছাত্র-ছাত্রীরা এগিয়ে আসুক তাদের মানসিক দৃঢ়তা বাড়ানোর জন্য। শ্রীরামপুরের পুর প্রশাসক গৌরমোহন দে জানান বিভিন্ন ধরনের খেলাধুলায় শ্রীরামপুর যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই শহরে এই নতুন ধরনের খেলার উপকৃত হবেন ছাত্রছাত্রীরা। ইকল্যাট সুইমিং ক্লাবের যুগ্ম সম্পাদক কৌশিক চ্যাটার্জি জানান সাঁতার প্রশিক্ষনের পাশাপাশি “ডার্ট ” প্রশিক্ষনের চাহিদা বাড়ছে। বর্তমান পরিস্থিতি থেকে মানুষকে কিছুটা ছন্দ ফেরাতে কোভিড বিধি মেনেই ব্যবস্থা হয়েছে এই প্রশিক্ষণের। এদিনের অনুষ্ঠানে পুরপ্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন বিখ্যাত সাঁতারু ইলা পাল, সঙ্গীত শিল্পী তাপস মুখোপাধ্যায়, শ্রীরামপুর টেনিস ক্লাবের সম্পাদক অলোক সিনহা, ক্লাব সহ ইকল্যাট সুইমিং ক্সলাবের সহ সম্পাদক সুখেন কর্মকার সহ বিশিষ্টরা।
Views: 307