নিজস্ব প্রতিনিধি,সিঙ্গুর-ওভারলোডিং বন্ধের দাবিতে এবার পথে নামল “হুগলি ইউনাইটেড ট্রাক ওনার ওয়েলফেয়ার এসোসিয়েশন”। সংস্থার উদ্যোগে গত মঙ্গলবার থেকে সিঙ্গুরে শুরু হয়েছে “সচেতনতা শিবির”। যে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। মূলত এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর জন্য ওভারলোড ট্রাক ঘুরে বেড়াচ্ছে রাজ্যজুড়ে, যার ফলে রাস্তাঘাট, সেতুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের রাজস্ব একইসাথে বালি খাদান গুলি থেকে অতিরিক্ত বালি তুলে নেবার ফলে ক্ষতি হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। অবিলম্বে তা বন্ধের দাবিতে এই সচেতনতা শিবির। “হুগলি ইউনাইটেড ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের” সাধারণ সম্পাদক প্রবীর চ্যাটার্জী জানান রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সম্প্রতি জানিয়েছেন ওভারলোডিং বন্ধের জন্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে কিন্তু তারপরেও এক শ্রেণীর ব্যবসায়ী জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ ট্রাক মালিকরা, তা বন্ধ করতেই আমাদের এই সচেতনতা শিবির চলবে। এই শিবিরের বিভিন্ন দিনে পুলিশ আধিকারিক, জেলা পরিবহন দপ্তরের আধিকারিক, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত থেকে বার্তা দিচ্ছেন এই “সচেতনতা শিবিরের উদ্দেশ্য।স্বাভাবিকভাবেই ওভারলোডিং বন্ধে আগামীদিনে সরকার কি ব্যবস্থা নেই তার দিকেই তাকিয়ে এই ব্যবসার সাথে যুক্ত কর্মীরা।
Views: 332