নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- আক্ষরিক অর্থেই তিনি ছিলেন শ্রীরামপুরের জননেতা, রাজনীতির বিভেদ ভুলে তার আন্তরিকতায় মুগ্ধ হতেন সকলেl তিনি হলেন কেষ্ট মুখার্জি, শ্রীরামপুর পুরসভার দীর্ঘদিনের পুরপ্রধানl সেই জননেতার জন্মদিন পালন করলো তার অনুরাগীরাl “কেষ্ট মুখার্জি স্মৃতি রক্ষা কমিটির” উদ্যোগে তাঁর ৮০ তম জন্ম দিবস পালিত হল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েlবৃহস্পতিবার শ্রীরামপুর নেহেরু নগর কলোনির কালিতলা প্রাঙ্গনে প্রয়াত কেষ্ট মুখার্জির মূর্তিতে মাল্যদান করে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন তাঁর ভাই অমিয় মুখোপাধ্যায়l এই উপলক্ষে স্বাস্থ্য শিবির,বৃক্ষ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি কেষ্টবাবুর স্মৃতিচারণা করেন বিশিষ্টরাl অমিয়বাবু জানান কেষ্টবাবু সারা শ্রীরামপুরের যে উন্নয়ন করেছেন তার জন্য আমরা গর্বিত, আমাদের চেষ্টা থাকবে সেই উন্নয়নের ধারা বজায় রাখারl অনুষ্ঠানে অমিয় বাবু ছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অসীম পন্ডিত সহ বিশিষ্টরাl
Views: 120