নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া-গঙ্গাপাড়ে নির্মীয়মান পার্ক হটাৎ করেই ভয়াবহ ধসের কবলে। চুঁচুড়ার গঙ্গা লাগোয়া হুগলী মহসীন কলেজ চত্বরে ঘন্টাঘাট এলাকার ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।অভিযোগ এই এলাকায় আমরুত প্রকল্পে একটি পার্ক নির্মানের কাজ শুরু হয়েছে। চলছে পার্কের সীমানা প্রাচীরের কাজ। শুক্রবার বিকেলে সেই নির্মীয়মান পার্কের মাঝের জমির মাটি হঠাৎ করেই বসে যায়। সেই ধসে যা গর্ত তৈরী হয়েছে সমতল থেকে তা প্রায় ১৫ ফুট গভীর। সেই নীচ থেকেই বিকট শব্দে শহরের নিকাশী জল গিয়ে পরছে গঙ্গায়।বিধায়ক বলেন কয়েকশো বছরের পুরনো ওই নিকাশী পর্তুগীজদের আমলে তৈরী। আজও শহরের নীচে সুরঙ্গ রূপী সেই নিকাশীই পুর এলাকার ভরসা। শহরের বহু বাড়ি ও স্থাপত্য সেই সুরঙ্গের উপরে রয়েছে। যখন তখন ঘটতে পারে বড়সড় বিপদ। সেই সুরঙ্গের কোন মানচিত্র এই মুহূর্তে পুরসভার হাতে নেই। আমি এবিষয়ে রাজ্যস্তরে কথা বলবো। আপাতত পার্কের কাজ বন্ধ থাকবে। ধসের ঘটনায় স্থানীয়রা বাসিন্দারা উদ্বিগ্ন।
Views: 547