নিজস্ব প্রতিনিধি,হুগলি- ষাঁড়ের গুঁতোয় একই এলাকায় গত কয়েকদিনে দুজনের মৃত্যুর পর শুক্রবার ফের এক গৃহবধূর মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। হুগলির মগরার চন্দ্রহাটি এলাকার ঘটনা। মৃত গৃহবধূর নাম লক্ষী ভান্ডারি(৪০)। অভিযোগ শুক্রবার দুপুরের দিকে তার বাড়ির ভিতরে আচমকা ঢুকে পরে ষাঁড়টি, গৃহবধু কে দেখেই গুঁতো মারে, আশংকাজনক অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যান চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ এই এলাকায় গত একমাসের মধ্যে আর দুজন মারা গেছেন, তারা হলেন তিলক সাউ(৬০) ও কমলি মাহাতো(৭০)। শুক্রবারের ঘটনার পর তড়িঘড়ি ব্যবস্থা নেই স্থানীয় প্রশাসন।ষাঁড়টিকে ধরার জন্য উদ্যোগ নেওয়া শুরু হয়। ঘটনাস্থলে এসে পৌঁছান মগরা থানার পুলিশ,ফ্রায়ার ব্রিগেডে, এম্বুলেন্স ও বনদফতরে কর্মীরা। ক্ষিপ্ত ষাঁড়টিকে ঘুমের ওষুধ দিয়ে প্রথমে কব্জায় আনেন কর্মীরা, পরে ষাঁড়টিকে ধরে তারা। ষাঁড়টি ধরা পরায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা যদিও তিনজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বলাগড় বিধানসভার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী মৃতদের পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Views: 291