নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া- কোভিড মহামারির কারণে বিপন্ন বহু পরিবার। তাঁদের পাশে থাকতে চুঁচুড়ার দলীয় অফিসে হুগলির সাংসদ লকেট চ্যাটার্জীর উদ্যোগে শুরু হল সাধারনের জন্য রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কাজ। সেই রান্নায় হাত লাগালেন সাংসদ লকেট চ্যাটার্জী অর্থাৎ রাধুনীর ভূমিকায় দেখা গেল তাঁকে। হুগলী লোকসভা কেন্দ্রের প্রায় ৩০টি জায়গায় এরকম অসহায় পরিবারগুলির হাতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা বিজেপি। লকেট চ্যাটার্জী বলেন কোভিড পরিস্থিতির মধ্যে অনেক পরিবার খুব কষ্টের মধ্যে সংসার চালাচ্ছে , আমাদের এই প্রচেষ্টায় তারা কিছুটা হলেও উপকৃত হবেন পাশাপাশি তিনি দাবী করেন রাজ্য সরকার প্রতিশ্রুতিমত এখন “দুয়ারে রেশন” কর্মসূচি শুরু করতে পারেনি কিন্তু এরাজ্যে “দুয়ারে মদ” প্রকল্প চালু হয়ে গেছে । একইভাবে এদিন ভদ্রেশ্বর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ভ্রমর দিঘী এলাকায় প্রবল বর্ষায় ক্ষতিগ্রস্ত ১০০ জন পরিবারের হাতে ত্রিপল বিতরণ করেন সাংসদ লকেট চ্যাটার্জী। সঙ্গে উপস্তিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জী, রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি জেলা বিজেপির যুব সভাপতি সুরেশ সাউ সহ বিজেপির অনান্য নেতৃত্ব।
Views: 159