নিজস্ব প্রতিনিধি-ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে ক্ষতিগ্রস্ত ওড়িশা, বাংলা এবং ঝাড়খন্ড এই তিন রাজ্যে। ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা বলে দাবী। এই পরিস্থিতিতে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকাশপথে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের এলাকাগুলিতে ঝড়ের পরবর্তী পরিস্থিতি ঘুরে দেখার পর এক হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। যার মধ্যে ওড়িশা পাবে ৫০০ কোটি টাকা এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড মিলিয়ে পাবে বাকি ৫০০ কোটি টাকা। সূত্র মারফত জানা যায় ওড়িশার বালেশ্বর এবং ভদ্রক জেলার পাশাপাশি বাংলার পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আকাশ পথে তিনি ঘুরে দেখেন এবং তারপরই এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন একইসাথে মৃতদের পরিবার কে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানা গেছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াস সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে যোগ না দিলেও রাজ্যের সার্বিক ক্ষয়ক্ষতির রিপোর্ট তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে।
Views: 136