নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-কোভিড কেয়ার নেটওয়ার্ক, হুগলির উদ্যোগে, বিপন্ন কোভিড রোগীদের সহায়তায় শুরু হলো ‘অক্সিজেন অন হুইলস্’ পরিষেবা।অর্থাৎ হুগলী জেলার উত্তরপাড়া থেকে মগরা পর্যন্ত বিপন্ন মানুষের বাড়িতে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন কনসেনট্রেটর। কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং লিভার ফাউন্ডেশন-এর সৌজন্যে জন হপকিন্স ইন্সটিটিউট থেকে আসা ছ’টি অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহার করা হবে হুগলির বাসিন্দাদের জন্য। কোভিড আক্রান্ত মানুষ যাঁর অক্সিজেন স্যাচুরেশন মাত্রা ৯০ শতাংশর নিচে ক্রমশ নামতে থাকার ফলে শ্বাসকষ্টের মধ্যে আছেন,অবিলম্বে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন যথাযথ চিকিৎসার জন্য,কিন্তু হাসপাতালে বেড পাওয়ার ক্ষেত্রে দেরি হচ্ছে,তাঁদের জন্যই এই পরিষেবা। কোভিড কেয়ার নেটওয়ার্কের সদস্য গৌতম সরকার জানান কোভিড-আক্রান্ত মানুষের যে প্রবাহে অক্সিজেন দেওয়া প্রয়োজন তা কনসেনট্রেটরের মাধ্যমে সম্ভব নয়। যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেওয়া জরুরি। তবে এই অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে সাময়িক প্রশমণের ব্যবস্থার জন্য এই উদ্যোগ।প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ৯৮৮৩৩২৫০০৯
Views: 391