নিজস্ব প্রতিনিধি-অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। গত কয়েকদিন ধরে একের পর ক্রিকেটাররা কোভিডে সংক্রমিত হওয়ায় আইপিএল বাতিলের সিদ্ধান্ত নিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড। সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়ে দেন, এ বছর আর আইপিএলের ম্যাচ হচ্ছে নাl করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউে সারাদেশ বিপর্যস্তl প্রতিদিন যেমন বাড়ছে সংক্রমণের সংখ্যা, তেমনিই বাড়ছে মৃত্যুর সংখ্যাl এরইমধ্যে আইপিএল চলায় অনেকেই সমালোচনা করছিলেন একইসাথে কেকেআরের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়র,সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা, দিল্লি ক্যাপিটালসের স্পিনার অমিত মিশ্রর মতো কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় বোর্ডের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছেl
Views: 79