নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর- বন্দী দশা থেকে মুক্তির উচ্ছ্বাসে প্রাণ ফিরলো শ্রীরামপুরের ইকল্যাট সুইমিং ক্লাব।গত এক বছর পর বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হল সাঁতারুদের প্রশিক্ষণ। লকডাউনের কারণে গত এক বছর ধরে বন্ধ থাকার পর ফের এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক সূচনা করলেন ক্লাব সম্পাদক সুখেন কর্মকার। শ্রীরামপুরের এই প্রাচীন ক্লাব সাঁতারুদের প্রশিক্ষণের জন্য অন্যতম সেরা ঠিকানা ,অনেকদিন পর প্রশিক্ষণ নিতে আসা সাঁতারুদের উচ্ছ্বাসে ক্লাবে ফিরলো নতুন উন্মাদনা। সাঁতারু কুহেলি চ্যাটার্জী জানায় দীর্ঘদিন পর সাঁতার কাটতে এসে খুব ভালো লাগছে। অভিভাবক স্বপন দাস জানান দীর্ঘদিন গৃহবন্দী থাকতে থাকতে ছোটরা ক্লান্ত হয়ে পড়েছে, অন্তত সাঁতারের এই কেন্দ্রে এসে তারা কিছুটা প্রাণ ফিরে পাবে। ক্লাব সম্পাদক সুখেন কর্মকার জানান দীর্ঘদিন অপেক্ষার পর সরকারি নির্দেশে সাঁতারের প্রশিক্ষণ চালু করতে পেরে খুব ভালো লাগছে, এই কেন্দ্র প্রাণ ফিরে পেয়েছে। ক্লাব সভাপতি কৌশিক চ্যাটার্জি জানান বেশ কিছুদিন ধরেই এই কেন্দ্র চালু করার জন্য অভিবাবকদের থেকে অনুরোধ আসছিলো, সেইমত সমস্ত রকম নিয়ম বিধি মেনে প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করছি।প্রশিক্ষকদের চিৎকার এবং সাঁতারুদের জলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এগিয়ে যাবার শব্দে এখন ব্যস্ত শ্রীরামপুরের ইকল্যাট সুইমিং ক্লাব।
Views: 64