নিজস্ব প্রতিনিধি,হুগলি- এটিএমে হাত বাড়ালেই মিলছে মাস্ক।তা সম্পূর্ণ বিনামূল্যে। হুগলীর চন্দননগরের লক্ষীগঞ্জ ও স্বপ্না বাজার এলাকায় এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মূলত বিভিন্ন সময় মানুষের অসচেতনতার ছবি ধরা পড়েছে বিভিন্ন বাজারে। আর সেখান থেকেই ভাবনা শুরু তাদের। চন্দননগরের বেশকিছু যুবক যুবতী মিলে বছর খানেক আগেই শুরু করেছিল যাযাবর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদেরই উদ্যোগেই চন্দননগরের লক্ষীগঞ্জ এবং স্বপ্না বাজার এলাকায় তৈরি হয়েছে ১৬টি বিনামূল্যের মাস্ক এটিএম।যে এটি এমের প্রত্যেকটিতে প্রতিদিন আড়াইশো টি করে মাস্ক দেওয়া থাকবে। বাজারে আসা সকল মানুষ সেখান থেকে মাস্ক নিতে পারবেন। যার জন্য কোন পয়সা দিতে হবে না। উদ্যোক্তাদের আন্যতম সদস্য দেবস্মিতা কর জানান উর্দ্ধমুখী সংক্রমণ আটকাতে অন্যতম মাস্ক কিন্তু এখনো বাজার এলাকায় বহু মানুষ মাস্ক পরছে না, তাদের সচেতনতার জন্যই এই উদ্যোগ। আগামীদিনে চুঁচুড়া এলাকাতেও এই ধরনের কয়েকটি এটিএম করা হবে।পাশাপাশি তাদের আবেদন অযথা কেউ যেন নষ্ট না করেন। তাদের এই অভিনব উদ্যোগে খুশি স্থানীয়রা।
Views: 238