নিজস্ব প্রতিনিধি,বাঁশবেড়িয়া-মঙ্গলবারই গুলিবিদ্ধ হন হুগলির বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান আদিত্য নিয়োগী,বাজার করার সময় দুস্কৃতিরা পেছন থেকে তাকে গুলি করে, আহত অবস্থায় এই মুহুর্তে কলকাতার বেসরকারী হাসপাতালে ভর্তি।যে ঘটনার সাথে বর্তমান পুর প্রশাসক অরিজিতা শীল এবং তার স্বামী সোনা শীল যুক্ত থাকার অভিযোগ রয়েছে।সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই অভিযুক্ত পুর প্রশাসক কে সরানোর বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তর এবং তার পরিবর্তে মঙ্গলবার গুলিবিদ্ধ হওয়া আদিত্য নিয়োগীকে নতুন পুর প্রশাসকের দ্বায়িত্ব নিতে বলা হয়েছে। আদিত্য বাবুর কর্মীদের অভিযোগ ছিল এই পুরসভার দ্বায়িত্বে থাকা পুর প্রশাসক ও তার স্বামী এতদিন তারাও সরকারি টাকা নয়ছয় করেছে, গরিব মানুষের টাকা লুট করেছে, নেতৃত্বেকে ভুল বুঝিয়ে ক্ষমতায় আছে। আদিত্য বাবু এই বিষয়ের উপর সরব হয়েছিলেন,পাশাপাশি তিনি চেষ্টা করছিলেন বাঁশবাড়িয়া পুরসভাকে একটা স্বচ্ছতার জায়গায় নিয়ে যাবার, তার জন্যই এই পরিণতি।ইতিমধ্যেই জেলা নেতৃত্ব এই বিষয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল, হয়তো সেই কারণেই সরকারের এই পদক্ষেপ।
Views: 360