নিজস্ব প্রতিনিধি,কলকাতা-রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিধারিত সময়সূচি মেনে সকাল ১০.৪৫ মিনিটে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। কোভিড পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কেউ উপস্থিত ছিলেন না যদিও বিজেপির বিধায়করা বুধবারই শপথ নিলেন কলকাতায় দলীয় অফিসে। তবে তা সাংবিধানিক ভাবে শপথ নয়, দলীয় রীতি মেনে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে এই শপথ নিলেন সদ্য জিতে আসা বিধায়করা। কিন্তু সেই শপথের মূল বাণী কি ছিল তা জানা না গেলেও আগামীদিনে বিরোধী ভূমিকা আর কঠিনতম হতে চলেছে তা একপ্রকার নিশ্চিত। বাংলায় এবারের নির্বাচনে বিজেপির অন্যতম লক্ষ্য ছিল ২০০ এর বেশী আসন নিয়ে ক্ষমতায় আসা কিন্তু ৭৬টি আসন পেয়ে তাদের বিরোধীদের ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাংগঠনিক ত্রুটি কাটিয়ে আগামীদিনে ভাল ফল করার লক্ষ্যেই হয়তো তাদের এই কর্মসূচি বলে মনে করা হচ্ছে।
Views: 867