কামারপুকুরে বিভিন্ন অনুষ্ঠানে পালিত হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৬ তম জন্মতিথি..
ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৬ তম জন্মতিথিlএই উপলক্ষে সোমবার সকাল থেকেই হুগলির কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠানl সকালে মঙ্গলারতি দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান সারাদিন ধরে চলবেl একই সাথে বিভিন্ন ধর্মীয় আলোচনা আয়োজন করেছে মঠ কর্তৃপক্ষ…
ঠাকুরের এই বিশেষ দিনে অন্যবার ভক্তদের বসিয়ে প্রাসাদ খাওয়ানোর ব্যবস্থা থাকলেও এবারে করোনা পরিস্থিতির কারণে হাতে প্রসাদ দেওয়ার ব্যবস্থা হয়েছে…
পাশাপাশি সোমবার থেকে শুরু হচ্ছে মেলা যা চলবে আগামী দোলযাত্রা পর্যন্ত…মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরা নন্দ জানান সংক্রমণ বিধির নিয়মেই সমস্ত অনুষ্ঠান হচ্ছেl আজকের দিনে মন্দিরে আসতে পেরে খুশি ভক্তরা….
Views: 25