নিজস্ব প্রতিনিধি,শেওড়াফুলি দুর্গাপুজোর রেশ কাটলেও সেই আবহে ফিরলো শেওড়াফুলিতেl এখানকার দি নোনাডাঙ্গা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আয়োজিত জগদ্ধাত্রী পুজোর আরাধনায় মেতে উঠেছে স্থানীয় বাসিন্দারা l ২৯ বছরে পদার্পণ করা এই পূজোর অপেক্ষায় সারা বছর থাকে স্থানীয়রাl ঢাকের শব্দে, ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণে ষষ্ঠী থেকে শুরু হওয়া এই দেবী পুজিত হয় চন্দননগরের নিয়ম অনুসারেইl একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলবন্ধনে মেতে ওঠে ক্লাব সদস্যরা l যে পুজোর অন্যতম আকর্ষণ নবমীতে কয়েক হাজার মানুষের জন্য ভোগ বিতরণের ব্যবস্থা l ক্লাবের সভাপতি অজয় প্রতাপ সিং জানান সকলের প্রচেষ্টায় এই পুজো আজ জনপ্রিয়, আমরা এই পুজোর মাধ্যমে দুর্গাপুজোর অনুভূতি পায় l এখন সেই পুজোর আরাধনায় ব্যস্ত উদ্যোক্তারাl
Views: 69