নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর- রক্তের হয়তো কোনো জাত থাকে না তাই জরুরী প্রয়োজনে সেই রক্ত হয়ে ওঠে মূল্যবান। কিন্তু গত কয়েক মাস ধরে বাংলা জুড়ে সেই রক্তের সংকট চলছে, স্বাভাবিকভাবেই রক্তের সংকট পূরণে এগিয়ে এলো শ্রীরামপুরের “সবুজ সংঘ” ক্লাব।গত রবিবার তাঁদের ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির,বিশিষ্টদের উপস্থিতিতে যে রক্তদান শিবিরে সম্প্রীতির বন্ধন গড়ে তুললেন রক্ত দাতারা।
এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ক্লাবের সভাপতি দেবাশিষ লাহিড়ি জানান মানুষের জীবন দানে অত্যন্ত প্রয়োজনীয় রক্ত,আমরা জানতে পেরেছি সেই রক্তের সংকট চলছে। তাই তাদের পাশে থাকতেই আমাদের এই উদ্যোগ।
সংস্থার যুগ্ম সম্পাদক তরুণ সোম ও চলিত রায় জানান একদিকে প্রচন্ড গরম অন্যদিকে ধারাবাহিকভাবে রক্তদান শিবির না হওয়ায় কারণে বাংলা জুড়ে তৈরি হয়েছে রক্তের সংকট পাশাপাশি রয়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা,সার্বিক এই পরিস্থিতিতে আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন, আমাদের প্রচেষ্টায় সাধারণ মানুষ উপকৃত হলে আমরা খুশি হব। স্বাভাবিকভাবেই সংস্থার এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা ।
Views: 30