নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-সম্প্রীতির মেলবন্ধনে হুগলি প্রেস ক্লাব ভবনে পালিত হল রাখি বন্ধনের উৎসব l বৃহস্পতিবারের শ্রীরামপুরের গান্ধী ময়দানে অবস্থিত প্রেস ক্লাবের নিজস্ব ভবনে এক ঝাঁক বিশিষ্টদের উপস্থিতিতে বর্ণময় হয়ে উঠল রাখি উৎসবের অনুষ্ঠান l অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার আমিত পী জাভলগিl
প্রেস ক্লাবের মহিলা সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের মহিলা সদস্যেদের উপস্থিতিতে শুরু হয় এই রাখি বন্ধনের উৎসব l রং-বেরঙের রাখির বন্ধনে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে জমজমাট।এদিনের অনুষ্ঠানে পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক অরবিন্দ আনন্দ, শুভঙ্কর বিশ্বাস,শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাসের পাশাপাশি রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধাড়া,চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন ছাড়াও শ্রীরামপুর,রিষড়া, কোন্নগর,বৈদ্যবাটির পুরপ্রধান গিরিধারী সাহা, বিজয় মিশ্র, স্বপন দাস, পিন্টু মাহাতো, কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছে লাল যাদব সহ সমাজের বিশিষ্টরা l
মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানান সাংবাদিকরা সারাবছর বিভিন্ন ঘটনাপ্রবাহের মধ্যে থেকেও এই ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। একইসাথে এই ধরনের রাখি বন্ধনের উৎসবের মধ্যে দিয়ে সামাজিক দায়বদ্ধতা পালন করছেনl এদিন অনুস্থানে উপস্থিত থেকে রাখি বন্ধনের এই উৎসবের গুরুত্বের কথা তুলে ধরেন সমাজের বিশিষ্টরা।
পুলিশ কমিশনার জাভলগি বলেন এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে গড়ে ওঠে সামাজিক বন্ধন।হুগলি প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিক তরুণ মুখোপাধ্যায়, তপেস বসু স্বাগত জানান সকলকে। স্বাভাবিকভাবেই এক ঝাঁক অতিথি ও প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে জমজমাট।
Views: 37