নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর- রক্তের সংকট পূরণে এগিয়ে এলো শ্রীরামপুরের ক্ষেত্র মোহন সা স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব সমিতি l রবিবার লায়ন্স ক্লাব অফ রিষড়ার সহযোগিতায় মেলা বাড়ি প্রাঙ্গণে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির l যে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা l এদিনের রক্তদান শিবিরে ৫২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন lরক্তের সঙ্কট পূরণে তাদের এই উদ্যোগ কে সাধুবাদ জানান পুরপ্রধান।
উদ্যোক্তাদের পক্ষে গৌতম সা জানান অত্যাধিক গরমে রক্তের সংকট চলছে, ফলে সমস্যায় পড়ছে মুমূর্ষ রোগী কিংবা থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুরা,তাদের পাশে থাকতেই এই উদ্যোগ l এদিনের অনুষ্ঠানে উদ্যোক্তা সংগঠন এবং লায়ন্স ক্লাব অফ রিষড়ার সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টরা l
Views: 44