নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-দৈনন্দিন বিভিন্ন কারণে আদালতে থাকা বিভিন্ন মামলা নিষ্পত্তি না হওয়ায় সমস্যায় বিচারপ্রার্থীরা, তাদের কিছুটা সুরাহা দিতে তৈরি হয়েছে লোক আদালত l তেমনিই শনিবার শ্রীরামপুরের লোক আদালত বসলো বেশ কিছু সমস্যার সমাধানেl যার অন্যতম দৃষ্টান্ত ছিল বিচার প্রক্রিয়ায় একজন মহিলা দৃষ্টিহীন বিচারকের ভূমিকাl তাঁর চোখে আলো না থাকলেও সমস্ত অন্ধকার দূর করে মনের আলোয় দূর করার চেষ্টা করলেন বিচারপ্রার্থীদের অন্ধকার।
তিনি হলেন সপ্তপর্ণী ঘোষ, পেশায় ব্যাঙ্ক কর্মী, লোক আদালতের নিয়ম অনুযায়ী একজন বিচারক, একজন আইনজীবির পাশাপাশি সামাজিক কাজে যুক্ত মানুষদের গুরুত্ব দেওয়া হয়,সেইরকমই দৃষ্টিশক্তিহীন সপ্তপর্ণী ঘোষ বিচারকের ভূমিকায় সমাধান করলেন বেশ কিছু বিচারপ্রার্থীর সমস্যাl মূলত এই আদালতে ব্যাংক-বীমা কিংবা বিএস এন এল সংক্রান্ত বিচার প্রক্রিয়া একদিনের মধ্যেই সমাধান করা হয়, এদিনের বিচারকের ভূমিকায় সুযোগ পেয়ে খুশি সপ্তপর্ণী ঘোষ l
তিনি বলেন বিচার ব্যবস্থায় মুখ্য ভূমিকায় সুযোগ পেয়ে খুব ভালো লাগছে, আমার উদ্দেশ্য ছিল ঠিকঠাক বিচার করা। বিচারক শর্মিষ্ঠা ঘোষ জানান মূল আদালতের বাইরে বেশকিছু সমস্যা সমাধানের উদ্দেশ্যে এই আদালত যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সুযোগ দেওয়া হয় তেমনিই সপ্তপর্ণীর এই ভূমিকায় উৎসাহিত হবে সমাজ, কারন ইচ্ছা থাকলে কোন কিছুই প্রতিবন্ধকতা নয়, স্বাভাবিকভাবেই তাঁর এই ভূমিকায় খুশি বিচারপ্রার্থীরা ।
Views: 846