নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া-রাস্তাঘাটে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে সূচনা হলো মহিলা বাইক বাহিনী “উইনার্স” l চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চুঁচুড়ায় এই বাইক বাহিনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার অর্নব ঘোষ। আপাতত মোট ১০টি বাইক নিয়ে উইনার্সের পথচলা শুরু হলো। প্রতি বাইকে মোট দুজন করে কালো পোশাকে মহিলা পুলিশ কর্মী থাকবেন।
প্রত্যেক কর্মীর শরীরে বডি ক্যাম, প্ল্যাস্টিক রুল সহ রোমিওদের সায়েস্তা করতে অত্যাধুনিক সরঞ্জাম থাকবে। কোথাও কোন মহিলাদের উত্যক্ত করার খবর পুলিশ কন্ট্রোল রুমে এলেই উইনার্স টিম সেখানে পৌঁছে গিয়ে নারী সুরক্ষায় নারী শক্তির আগমন ঘটাবে। চন্দননগর পুলিশ কমিশনারেট পুলিশ কমিশনার অর্ণব ঘোষ জানান মুলত রাস্তাঘাটে মহিলাদের সুরক্ষা নিস্চিত করায় এই বাহিনীর উদ্দেশ্যে অর্থাৎ সাধারণ ভাবে দ্বায়িত্বে থাকা পুলিশের পাশাপাশি এই বিশেষ বাহিনী মহিলাদের সহযোগিতায় কাজ করবে। স্বাভাবিকভাবেই চন্দননগর পুলিশ কমিশনারেটের এই ভূমিকায় খুশি মহিলারা।
Views: 238