নিজস্ব প্রতিনিধি,রিষড়া-সারাদেশের সঙ্গে বাংলাতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে ছট মায়ের আরাধনা।বুধবার বিকালের পর বৃহস্পতিবার ভোর থেকেই বিভিন্ন গঙ্গার ঘাট এবং জলাশয়গুলিতে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছেন। আখ,কলা নারকেল, ঠেকুয়া দিয়ে সূর্য দেবতার উপাসনা করা হচ্ছে। হুগলী জেলাতেও এই উৎসব অত্যন্ত জমকালো এবং শ্রদ্ধাভরে পালন করা হয়েছে। এই উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে রিষড়া পুরসভা। পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র করমিদের সাথে নিয়ে এই উপলক্ষে গঙ্গায় লঞ্চে করে বিভিন্ন ঘাট পরিদর্শন করেছেন যাতে এই উৎসব শান্তিপূর্ণভাবে পালন করা যায়। একইসাথে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন গঙ্গার ঘাটগুলি পরিস্কার এবং বিশেষ আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঘাটগুলিতে স্পিডবোট নিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারুদেরও কাজে লাগানো হয়েছে। পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র জানান শান্তিপূর্ণভাবে যাতে সকলে পুজো দিতে পারে তার জন্য পুরসভার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে একইসাথে রাজ্যের মুখ্যমন্ত্রী এই উপলক্ষে রাজ্যজুড়ে ছুটি ঘোষণা করেছেন, যা থেকে প্রমাণ হয় তিনি সব ধর্ম-বর্ণের মানুষদের প্রতি কতটা শ্রদ্ধাশীল।পুরসভার এই উদ্যোগে খুশি রিষড়া পুরবাসী।
Views: 91