নিজস্ব প্রতিনিধি,চন্দননগর- হুগলির চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কমিটিগুলির আবেদনমতই পুজোর দিনগুলিতে চন্দননগরে নাইট কার্ফু শিথিল করার নির্দেশ দিল নবান্ন। আগামী বুধবার ষষ্ঠী, তাই গত সোমবার সাংবাদিক সম্মেলন করে চন্দননগর কমিশনারেটের সিপি অর্নব ঘোষ জানিয়েছিল নাইট কার্ফু সরকারী নিয়মে থাকছেl কিন্তু আজ সকালে এই নাইট কার্ফু শিথিলতার নির্দেশ দিয়েছে নবান্ন l ষষ্ঠী এবং সপ্তমীর দিন ছটপূজো থাকার জন্য আগেই শিথিলতা দেওয়া হয়েছিল নাইট কার্ফুতে, এরপর মঙ্গলবার সকালে নবান্নের নির্দেশ অনুযায়ী ১২ এবং ১৩ তারিখ অর্থাৎ অষ্টমী এবং নবমীতে নাইট কার্ফুতে শিথিলতা দেওয়ার ফলে রাতে দর্শনার্থীদের ঠাকুর দেখতে আর বাধা থাকলো না। নতুন নির্দেশে খুশি পুজো কমিটিগুলির পাশাপাশি স্হানীয় বাসিন্দারা। পুজোয় কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এবারে চন্দননগর-ভদ্রেশ্বর শহর জুড়ে ২৮টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে ১৩জন এসপি এবং অ্যাডিশনাল এসপি পদের পুলিশ, কনস্টেবল ৪৫০, মহিলা কনস্টেবল ২৫০, হোম গার্ড ৬০০ ও ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর পদের পুলিশ থাকবে। প্রতি বছরের ন্যায় ড্রোনে নজরদারি সহ হুটার বাইক, সিসিটিভি থাকবে।একইসাথে দুপুর ২টো থেকে সকাল ৬টা পর্যন্ত থাকবে নো এন্ট্রি l যা বহাল থাকবে একাদশীর দিন সকাল ৬টা পর্যন্ত।
Views: 407