নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-নীল আকাশে পেঁজা তুলোর মেঘের সাথেই কাশফুলের দোল জানান দিচ্ছে পুজো আসছে। আর মাত্র কয়েকটা দিন তারপরেই ঢাকের বোলে মেতে উঠবে পুজো মণ্ডপগুলি যদিও সংক্রমণ বিধির সতর্কতায় এবারেও থাকতে হবে পুজো উদ্যোক্তাদের, একইভাবে পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর শ্রীরামপুর থানার “ন্যারো লেন পেট্রোলিং”। এটা কি পুলিশ বিশেষ কোন বাহিনী ? আক্ষরিক অর্থে তা না হলেও চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান শ্রীরামপুরে বড় রাস্তার পাশাপাশি প্রচুর সংখ্যক অলিগলি রয়েছে। পুজোর সময়ে প্রয়োজনে সেখানে পৌছতে পারে না পুলিশের দ্রুততম গাড়ি ফলে সেই সুযোগে দুষ্কৃতীরা বিঘ্নিত করে আইন-শৃঙ্খলার, সেই পরিস্থিতিতে দ্রুততার সাথে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের বিশেষ মোটরসাইকেল,যাতে দুই পুলিশকর্মীর পাশাপাশি লাগানো থাকবে হুটার। সেই রকম কয়েকটি মোটর সাইকেল শ্রীরামপুরে শহরের বিভিন্ন প্রান্তে টহল দেবে। অস্বাভাবিক কিছু দেখলেই তারা যেমন ব্যবস্থা নেবে একই সাথে প্রয়োজন হলে শ্রীরামপুর থানার অন্যান্য পুলিশকর্মীরা গিয়ে দ্রুততার সাথে ব্যবস্থা নেবে। লক্ষ্য একটাই পুজোর সময় অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং দর্শনার্থীদের ভালোভাবে প্রতিমা দর্শন করে দেবার ব্যবস্থা করা। প্রশাসনের উদ্যোগে খুশি শ্রীরামপুরবাসী।
Views: 1241