নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- প্রবল বৃষ্টিপাতের ফলে গঙ্গা লাগোয়া কয়েকটি বাড়ি ধসের কবলে। হুগলির শ্রীরামপুরের নেহেরু নগর কলোনির ঘটনা।গঙ্গা লাগোয়া এই এলাকায় একটি খাল রয়েছে যা এখানে থাকা একটি ইটভাটার পলির মাটির জন্য সারাবছর গঙ্গার জল ঢোকে, যে খাল লাগোয়া বেশ কয়েকটি বাড়ি রয়েছে। স্থানীয়দের দাবী সকাল থেকে লাগাতার বৃষ্টির পর দুপুরের দিকে বৃষ্টি কমতেই হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে,অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরলেন এই বাড়িগুলিতে থাকা বাসিন্দারা। দুর্ঘটনার কবলে পড়া বাসিন্দা সোমা মুখার্জি জানান বাড়িতে কাজ করছিলাম হটাৎ পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো, বাঁচার জন্য বাড়ি থেকে বেরিয়ে কোনরকমে প্রাণ ফিরে পেলাম, যথেষ্ঠ আতঙ্কিত। আরেক বাসিন্দা বিদ্যুৎ মুখার্জি বলেন বাড়ি থেকে মালপত্র যা আছে নিয়ে অন্যত্র যাচ্ছি, জানি না কি হবে। ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও , ঘটনার পরেই স্থানীয়রা উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। স্থানীয় বাসিন্দা প্রিয়ম চ্যাটার্জি ও দেবজিৎ সরকার বলেন আমফানের সময় থেকেই এই এলাকায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মূলত ইটভাটার এই খাল না বাধানোর জন্যই এই সমস্যা,আমরা ইতিমধ্যেই প্রশাসনের পাশাপাশি ইটভাটা কর্তৃপক্ষ কে জানিয়েছি, কিন্তু ইটভাটা কর্তৃপক্ষ কোন গুরুত্ব না দেওয়ায় এই ঘটনা ঘটলো,আমরা চাই এর স্থায়ী সমাধান হোক।যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর না থাকলেও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ এসে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
Views: 2056