নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-কোভিড পরিস্থিতিতে বিপন্ন ও অসহায় মানুষদের পাশে থাকতে শ্রীরামপুরে শুরু হল “মা ক্যান্টিন”। শ্রীরামপুর পুরসভার উদ্যোগে রবিবার যার আনুষ্ঠানিক সূচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডের প্রভাস নগর এলাকার কমিউনিটি হলে শুরু হলো এই কর্মসূচি। অসহায় মানুষরা প্রতিদিন ৫ টাকা কুপনের বিনিময় দুপুরের খাবার সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকালে এসে কুপন সংগ্রহ করার পর দুপুরের নির্দিষ্ট সময় তাদের হাতে তুলে দেওয়া হবে দুপুরের খাবার। এখান থেকে শ্রীরামপুরের বিভিন্ন ওয়ার্ডের অসহায় মানুষেরা খাবার সংগ্রহ করতে পারবেন।একইসাথে কোভিড আক্রান্ত পরিবারদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই ওয়ার্ড কমিটি সম্পাদক পিন্টু নাগ জানান আপাতত প্রতিদিন আড়াইশো মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে, চাহিদা অনুযায়ী সেই সংখ্যা বাড়ানো হবে।এদিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুর পুরসভার পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায়, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন এবং শ্রীরামপুর পুরসভার কো-অডিনেটররা। বিপন্ন মানুষের জন্য পুরসভার এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
Views: 1087