নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি-চন্দননগর কিংবা রিষড়ার পাশাপাশি জগদ্ধাত্রী পুজোর আবহ হুগলির বিভিন্ন প্রান্তে। সেই আবহে অভিনব উদ্যোগ শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডে।গত বৃহস্পতিবার বৈদ্যবাটি পুরসভার পুরপারিষদ তথা জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের উদ্যোগে ও স্থানীয় দেশবন্ধু ক্লাবের সহযোগিতায় দেবী জগদ্ধাত্রীর আরাধনার আরাধনায় এক বিশেষ অনুষ্ঠানে সম্বর্ধিত করা হলো বিশেষ চাহিদা সম্পন্ন দৃষ্টিহীন মানুষদের।

যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান মাননীয় পিন্টু মাহাতো, শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা, বৈদ্যাবাটি পুরসভার উপ পুরপ্রধান শান্তনু দত্ত,পুরপারিষদ সমর বাগচী, পুরসদস্য প্রবীর কুমার পাল, অমৃত ঘোষ,

রাজু পাড়ুই, দেবরাজ দত্ত, পৌষালী ভট্টাচার্য সহ পুরসভার অনান্য সদস্যদের পাশাপাশি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, বিশিষ্ট অভিনেত্রী অঙ্কুশ্রী সহ সমাজের বিশিষ্টরা।

অনুষ্ঠানের উদ্যোক্তা সুবীর ঘোষ জানান দেবীর আরাধনায় প্রতিবছরেই বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, সেইভাবেই এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সংবর্ধিত করতে পেরে ভালো লাগছে, মায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক।

Views: 8
