নিজস্ব প্রতিনিধি,রিষড়া-হুগলি জেলার অন্যতম রিষড়া মেলা, শনিবার সন্ধ্যায় ৩২ তম রিষড়া মেলার আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। রিষড়ার মৈত্রী পথে আয়োজিত বহু প্রতীক্ষিত এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন স্থানীয় বাসিন্দারা, যদিও শুধু রিষড়াবাসী নয়, জেলার অন্যতম বৃহৎ এই মেলার প্রতীক্ষায় থাকে হুগলি জেলা বাসীরা।
প্রায় সাড়ে তিনশোর মত মেলায় থাকা স্টলে জামা কাপড়, ঘর সাজাবার জিনিসপত্র,আধুনিক ইলেকট্রনিক্স সামগ্রীর পাশাপাশি স্থান পেয়েছে নুতন নুতন বইয়ের সম্ভার।প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে এই মেলা, আগামী ১৭ তারিখ পর্যন্ত হতে চলাএই মেলার সাংস্কৃতিক মঞ্চে সংগীত পরিবেশন করবেন বিভিন্ন নামি দামি শিল্পীরা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, হুগলি জেলাশাসক মুক্তা আর্য,চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাগালভী ,রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ পুরপ্রধান জাহিদ হাসান খান সহ অন্যান্য বিশিষ্টরা।
রিষড়া পুরসভার পুর প্রধান বিজয় সাগর মিশ্র জানান রিষড়াবাসীর কাছে এই মেলা প্রাণের মেলা, মিলন মেলা। এখানকার সাংস্কৃতিক মঞ্চে শুধু বাংলার নয়, মুম্বাইয়ের বিখ্যাত শিল্পীরা এসেও সংগীত পরিবেশন করবেন,স্বাভাবিকভাবেই এই মেলা হয়ে উঠবে জমজমাট।
Views: 29