নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-সাঁতার প্রতিযোগিতায় ধরা পড়লো চেনা ছন্দ। রবিবার শ্রীরামপুরের ইকল্যাট সুইমিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তঃক্লাব প্রতিযোগিতায় ৮ থেকে ৮০ বয়সের সাতারুদের অংশগ্রহণে প্রাণ ফিরলো প্রতিযোগিতায়। ক্লাবের সুইমিংপুলে যে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুর পুরসভার পুর পারিষদ গৌর মোহন দেl মূলত গত দুবছর করোনা পরিস্থিতির কারণে বন্ধ ছিল সুইমিংপুলের সাঁতার প্রশিক্ষণ। দীর্ঘদিন পর নতুন ভাবে চলতি বছরের এপ্রিল মাসে শুরু হয় সাঁতার প্রশিক্ষণ এবং তারপর ক্লাবের নিয়মেই আন্তঃ ক্লাব প্রতিযোগিতা। যে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
পুরপারিষদ গৌর মোহন বাবু জানান শ্রীরামপুরের এই সাঁতার প্রশিক্ষণ ক্লাব থেকে বহু সাঁতারু প্রশিক্ষণ নিয়ে প্রতিষ্ঠা পেয়েছেন বহু সাঁতারু একইসাথে আমরা আশাবাদী করোনা পরিস্থিতির বিপর্যয় কাটিয়ে এখানকার সাঁতারুরা ফের জাতীয় স্তরে সুযোগ পাবে। ক্লাব সম্পাদক সুখেন কর্মকার জানান করোনা পরিস্থিতির কারণে গত দু’বছর ক্ষতিগ্রস্ত হয়েছে সাঁতার প্রশিক্ষনে, সেই পরিস্থিতি কাটিয়ে চলতি বছরে ব্যাপক উন্মাদনা দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে, আমাদের লক্ষ্য এখানকার শিক্ষার্থীদের রাজ্য, জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে পৌঁছান। ক্লাবের আরেক সম্পাদক কৌশিক চ্যাটার্জি জানান শিক্ষার্থীদের ভালো প্রশিক্ষণের জন্য ইলা পালের মতো জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়া প্রশিক্ষকদের দিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়, আমরা চাই শিক্ষার্থীরা প্রতিষ্ঠা পাক তাঁদের নিজস্ব ক্ষেত্রে।
সাঁতারু অভিরূপ সাহা জানায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুব ভালো লাগছেl পরে প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্টরা। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুঁইন, শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা,চিকিৎসক প্রদীপ কুমার দাস,সমাজসেবী শ্যামল বোস, সমীর দে, পুরপারিষদ সন্তোষ সিং সহ সমাজের বিশিষ্টরা।
Views: 194