নিজস্ব প্রতিনিধি,হুগলি- উচ্চ মাধ্যমিকের ফলাফলে উল্লেখযোগ্য ফল করেছে হুগলি জেলা । মেধা তালিকার প্রথম দশে রয়েছে হুগলির বেশ কয়েক জন ছাত্র-ছাত্রী, যার মধ্যে উজ্জ্বল হয়ে উঠেছে রিষড়ার মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় । এখানকার তিন ছাত্র মেধা তালিকার প্রথম দশে স্থান পেয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রত্যয় মুখার্জি ও অনিব্রত দেব বর্মন ৪৯১ নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করেছে এবং শুভঙ্কর সাহা ৪৮৯ পেয়ে দশম স্থান দখল করেছে।
স্কুলের প্রধান শিক্ষক দীপশঙ্কর রায় জানান কোভিড পরিস্থিতির মধ্যেও অনলাইন ব্যবস্থায় নিয়মিত পড়াশোনায় এই সাফল্য। অন্যদিকে হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র সোহম দাস ৪৯৬ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করেছে, আরামবাগ গার্লস স্কুলের ছাত্রী তিতলি বন্দ্যোপাধ্যায় ৪৯৫ নম্বর পেয়ে চতুর্থ স্থান দখল করেছে তেমনিই হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনের ছাত্র চন্দ্র মন্ডল ৪৯৪ নম্বর পেয়ে পঞ্চম স্থান দখল করেছে।
একইভাবে জেলার আরও বেশ কয়েকজন ছাত্র ছাত্রী উল্লেখযোগ্য ফল করায় খুশি জেলাবাসী।
Views: 1869