নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-বিশেষ পুজো এবং ভক্তদের উপস্থিতিতে শনিবার প্রভু জগন্নাথ ফিরলেন নতুনরূপে তৈরি হওয়া তার গৃহেl মূলত ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ঐতিহাসিক মাহেশের জগন্নাথ দেবের মন্দির এবং তৎসংলগ্ন এলাকা কে বাংলার পর্যটন মানচিত্রে নিয়ে আসার কথাlসেইমতো সংস্কার হয়েছে মন্দির,তৈরী হয়েছে জি টি রোডের উপর একটি সুসজ্জিত তোরণl একইসাথে মাসির বাড়ী ও স্থানীয় জগন্নাথ ঘাট কে সুন্দর রূপ দেওয়া হয়েছে। এই সংস্কারের কাজ করতে গিয়ে ৬২৫ বছরের বিগ্রহকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছিল। শনিবার মন্দির প্রাঙ্গণে বিশেষ পুজো এবং ভক্তদের উপস্থিতিতে প্রভু জগন্নাথ,বলরাম,সুভদ্রা দেবী কে পুনরায় নব নির্মিত রত্ন বেদীতে স্থাপন করা হলোl এই উপলক্ষে এদিন সকাল থেকে মন্দির চত্বর ছিল উৎসবমুখর। বহু ভক্ত প্রভুকে দর্শন করেছেন, তাদের মনোবাঞ্ছা মহাপ্রভু কে জানিয়েছেন,আশীর্বাদ নিয়েছেন। এদিন পুজো শেষে প্রসাদ দেওয়া হয় ভক্তদেরl এই উপলক্ষে শনি ও রবি দু’দিনব্যাপী চলবে বিশেষ পুজো, ভক্তিগীতির অনুষ্ঠানl নাটমন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে থাকছেন বিশিষ্ট সংগীতশিল্পীরা l মাহেশ জগন্নাথ দেব জিউ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান আজকের দিনটি বিশেষ দিন,কারণ বহুদিন পর প্রভু জগন্নাথ দেব ফিরলো তার ঘরে, স্বাভাবিকভাবেই আমরা খুশিl একইভাবে খুশি ভক্তরাl.
Views: 558