নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-আই এম এ, শ্রীরামপুর শাখার উদ্যোগে ও শ্রীরামপুর মহকুমা শিশু উৎসব সমিতির সহযোগিতায় পালিত হলো জাতীয় শিশু দিবস ও বিশ্ব মধুমেহ দিবস। গত ১৪ই নভেম্বর এই উপলক্ষে শিশু স্বাস্হ্য পরীক্ষা, বাবা-মায়েদের নিয়ে আলোচনা সভা, বয়স্কদের স্বাস্হ্য পরীক্ষা, ডায়াবেটিক ডিটেকশন, মধুমেহ রোগ সংক্রান্ত জটিলতা ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা হয়। পাশাপাশি দুটি বিভাগ অর্থাৎ ৫-৮ ও ৮-১২ বয়সী শিশুদের আঁকা প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলিতে বিশিষ্ট চিকিৎসকেরা ছাড়াও উপস্হিত ছিলেন পুষ্টি বিশেষজ্ঞ,সংগীতশিল্পী ও কবি সাহিত্যিকেরা। সফল প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন ডাঃ প্রদীপ কুমার দাস, ডা. অভিজ্ঞান ঘোষ, সংগীতশিল্পী প্রদীপ ঘোষ, পরিবেশ কর্মী চন্দন দেবনাথ, বিচারক তরুণ মল্লিক প্রমুখ।
Views: 39