নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর- বাবা জগন্নাথের কাছে এসে প্রার্থনা করলাম যে তোমার দরজায় যেন ইডি নোটিস না পাঠায় সে দিকে নজর রেখো। বক্তা তৃনমূলের বিধায়ক মদন মিত্রl রবিবার হুগলির শ্রীরামপুরে জগন্নাথ মন্দিরে বলভদ্র উৎসবে যোগ দিতে এসে মদনবাবু বলেন ইডি যেভাবে নোটিস পাঠাচ্ছে তা ঘুগনি বিক্রেতাদের ছেড়া শালপাতার সমান হয়ে গেছে। এখন পানের দোকানও পরোয়া করছে নাl একই সাথে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা জানালেন ভবানীপুর কেন্দ্র থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হনlএদিন মাহেশের ঐতিহাসিক জগন্নাথ দেবের মন্দিরে বলভদ্র উৎসব উপলক্ষে সকাল থেকে বহু ভক্তের সমাগম ঘটেছিলl সেই অনুষ্ঠানে মদন মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন ব্যানার্জি, রিষড়ার পুর প্রশাসক বিজয় সাগর মিশ্র,মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী সহ বিশিষ্টরাl এদিনের বলভদ্র উৎসব উপলক্ষে দুস্থ মানুষদের নুতন বস্ত্র বিতরণ করা হয়।
Views: 279