নিজস্ব প্রতিনিধি,রিষড়া-শিক্ষকদের সংবর্ধনার মধ্যে দিয়ে “শিক্ষক দিবস” এর বিশেষ দিনটি পালিত হলো রিষড়ায়। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও শিক্ষক প্রয়াত ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন অর্থাৎ ৫ ই সেপ্টেম্বর দিনটিকে সারা দেশের মানুষ শিক্ষক দিবস হিসাবে পালন করে।রবিবার সেই বিশেষ দিনটিতে রিষড়া পুরসভার উদ্যোগ মাতৃ সদন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১৬০ জন শিক্ষকের হাতে মানপত্র ও উপহার তুলে দিয়ে সন্মান জানালেন পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র,উপ প্রশাসক জাহিদ হাসান খান সহ পুরসভার বিশিষ্টরা। বিজয় বাবু জানান শিশুদের তাদের বাবা-মা জন্ম দেন।কিন্তু আসল মানুষ গড়ার কারিগর হচ্ছেন তাদের শিক্ষকরা।পাশাপাশি তিনি জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র ছাত্রীসহ সমস্ত মানুষের জন্য নানা ধরনের প্রকল্প চালু করেছেন,এর মধ্য বিশেষ করে এ রাজ্যের শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে । ছাত্রছাত্রীরা বর্তমানে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করা হয়েছে, যাতে সম্মানের সঙ্গে ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা লাভ করেন, যেটা শিক্ষক দিবসে সব থেকে বড় পাওনা।অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত থেকে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্কের কথা তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে মুখ্য প্রশাসক, উপ প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর সদস্য হর্ষ প্রসাদ ব্যানার্জি,সন্ধ্যা দাস,কো-অর্ডিনেটর অভিজিত দাস,মনোজ গোস্বামী,শুভজিৎ সরকার,তাপস সরখেল,কৌশিক মুখার্জী,মনোজ সাউ সহ পুরসভার অনান্য কো-অর্ডিনেটররা। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন পুরসভার প্রধান আধিকারিক তাপস ঘোষ।
Views: 261