নিজস্ব প্রতিনিধি, হুগলি-রাজ্যের অন্যান্য পুরসভাগুলির মত হুগলির পুরসভা গুলিরও মেয়াদ শেষ হয়েছে বেশ কয়েক মাস আগে। পুরসভাগুলির স্বাভাবিক কাজকর্মের পরিচালনায় দায়িত্ব আনা হয়েছে প্রশাসক মন্ডলীকে কিন্তু সেই প্রশাসক মন্ডলীর পরিবর্তে অবিলম্বে এই পুরসভা গুলিতে ভোটের দাবীতে বিরোধী দলগুলি বারংবার দাবি তুলেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার জেলার পুরসভা গুলিতে ব্যাপক রদবদল করলো সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তর। হুগলিতে মোট ১২ টি পুরসভা ও ১টি পুরনিগম রয়েছে। যার মধ্যে ডানকুনি ও চন্দননগর পুরনিগম ছাড়া বাকি পুরসভা অর্থাৎ উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া,শ্রীরামপুর, বৈদ্যবাটি,চাঁপদানি, ভদ্রেশ্বর, হুগলী-চুঁচুড়া, বাঁশবেড়িয়া, তারকেশ্বর, আরামবাগ পুরসভা গুলির প্রশাসক মন্ডলীতে রদবদল হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শ্রীরামপুর পুরসভার প্রশাসক অমিয় মুখোপাধ্যায়ের পরিবর্তে দায়িত্বে এসেছেন গৌরমোহন দে অন্যদিকে কোন্নগর পুরসভার প্রশাসক বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের পরিবর্তে এসেছেন তন্ময় দেব। হঠাৎ এই ধরনের ব্যাপক রদবদলে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুরভোটের আগে পুর এলাকার ভাবমূর্তি পরিবর্তনেই এই পরিবর্তন।এখন দেখার পুরপ্রশাসক মন্ডলীর পরিবর্তনে পুরবাসীর জীবনযাত্রায় কোন পরিবর্তন আসে কিনা তারই অপেক্ষায় হুগলির পুরবাসীরা।
পুরসভাগুলির প্রশাসক মন্ডলীর সুম্পূর্ণ তালিকা-
Views: 528